Chenopodium album L. - CHENOPODIACEAE - Dicotyledon

Synonymes : Chenopodium hederiforme (Murr.) Aellen, Chenopodium olukondae (Murr.) Murr.

Common name : Lambsquarters, common goose foot
Common name in Hindi : Bathu
Common name in Urdu : Bathu, bathwa

Habit - © Juliana PROSPERI - CiradInflorescence - © Juliana PROSPERI - Cirad Flowers  aggregated at the apex of the stem - © Juliana PROSPERI - CiradDetail of inflorescence - © Juliana PROSPERI - Cirad Leaf - © Juliana PROSPERI - CiradThe plant have a white mealy pubescence - © Juliana PROSPERI - Cirad Taproot - © Juliana PROSPERI - CiradBotanical line drawing - © -

Bangla   English   Hindi   Urdu

সাধারণ নাম: ল্যাম্ব স্কোয়ারটারস কমন গুজ ফুট

বাংলা ও হিন্দি নাম: বথুয়া

বর্ণনা: ইহা একটি তীব্র গন্ধযুক্ত, বর্ষজীবি, খাড়া ও ফ্যাকাসে সবুজ আগাছা, ইহা পৃথিবীর অন্যতম অধিক বিস্তৃত প্রজাতির ঘাস এবং নতুন জায়গায় স্বতস্তফূর্ত ভাবে বিস্তারলাভ করতে পারে। প্রাগৈতিহাসিক যুগে ইহার বীজ সংগ্রহ করা হতো এবং মানুষের ভোগের জন্য সঙরক্ষণ করা হতো, ইহা সাধারণত হালকা সবুজ কারণ ইহাতে Waxy bloom বা পাউডারের মত সাদা আবরণ থাকতে পারে। ইহার নাম Album/Whitish যা ইহার বৈশিষ্ট নির্দেশ করে। থসথসে কান্ড যখন উন্মক্ত স্থানে জন্মে তখন লাল বা Purple বর্ণ ধারণ করেত পারে্ ইহাতে প্রধান মূল থাকে। চওড়া অপেক্ষা লম্বা পাতা খাজ যুক্ত ভিন্নাকৃতির যা বন্ধি হিসেবে ব্যবহৃত হয়। পুস্পপত্র পত্র কক্ষে কিছু মিলে Cluster সৃষ্টি করে। ফুল দেখা যায় না এবং পুস্পপত্র দ্বারা ফুল ঢাকা থাকে।

 

জীবন বৃত্তান্ত: একবর্ষী বীজের মাধ্যমে বংশ বিস্তার করে। একটি আগাছা ৩০-৪০ হাজার বীজ তৈরি করে বড় আগাছা ৫ লাখ পর্যন্ত বীজ তৈরি করেত পারে। পাখি ও পানির মাধ্যমে বীজের বিস্তৃতি করে। মাটির মেধ্য ৩০-৪০ বছর বেচে থাকতে পারে। মাটির উপরিতনে জন্মে। যেসব বীজের আবরণী শক্ত সেগুলো সুপ্ত থাকে আর যেগুলোর বীজ আবরণী পাতলা সেগুরো তাড়াতাড়ি জন্মে।

 

আবাসস্থল ও বিস্তৃতি ভূসমতল থেকে ৩৬০০ মি উচ্চতায় ৭০ ডিগ্রী থেকে ৫০ ডিগ্রী দক্ষিণে দ্রাঘ্রিমাংশে দেখতে পাওয়া যয়। হালকা বুনট ও সুনিস্কাশিত মাটিপছন্দ করলেও মরুভূমি ছাড়া সব ধরনের মাটিতে জন্মে।

 

ক্ষতি:   সব ধরনের সফরের অতি পরিচিত ক্ষতিকর আগাছা যা ফসলের ফলন অনেকাঙশে কমিয়ে দেয়। প্রচার বীজ উপাদন ও মাটির ভিতর দীর্ঘ সজীবতার এই গাছার বীজ দ্রুত বিস্তার ও বেচে থাকতে পারে। ইহা ক্ষতিকর কারণ ফসল উপাদনের সময় মূলতন্ত্রের মাধ্যমে প্রচুর পরিমান পানি ও নিজ এশাষণ করে।

 

আগাছা ব্যবস্থাপনা:      রাসায়নিক দমন: গজানেআ পরবর্তী প্রয়োগ 2,4-D@500g/he Metsul furon@ 4 gm/ha গজানোর পূর্বে প্রয়োগ Stomp 330E, Buctril-M 40EC.

উদ্ভিদ তাত্বিক বৈশিষ্ট:

স্বভাব: একবর্ষী বীরুত সাদাটে রোমশযুক্ত ফ্যাকাসে সবুজ ১০-১০০ সেমি পর্যন্ত লম্বা শাখান্বিত।

মুল: প্রসানমূল তন্ত্র শাখান্বিত।

কান্ড: খাড়া, নলাকার, কোনাকার, সুস্পষ্ট ধারযুক্ত, মসৃণ শাখান্বিত Purple অথবা হলেদ stripe যুক্ত।

পাতা: সরল, একান্তর, ডিম্বাকার, বল্লমাকার থেকে অসমকোণী, অসমভাবে দন্তক, দৈবাত পত্র সমগ্র লম্বা বৃন্তক, উপপত্র বিহীন পাতা ১.৫-৮ সেমি লম্বা ও পত্র ফলকের দুই পার্শ্বে সবুজ হয়।

 

পুস্পমঞ্জুরী: কান্ড ও শাখার শীর্ষে পত্রকক্ষের Spike যুক্ত Panicle যাহাকে অনেক ছোট ছোট ফুল মিলে Cluster তৈরী করে। ফুল সবুজ, ছোট, অবৃন্তক, অলস Spike পাপড়ি বিহীন বৃত্তাংশ ৫টি Keel যুক্ত পরিপক্ত ফলকে প্রায় আবৃত করে রাখে। পুঙকেশর ৫টি গর্ভাশয ১টি গর্ভদন্ড ২/৩ টি গর্ভাশয এককোষী।

 

ফল: রোমশ কোষ যুক্ত সাদাটে Pericarp যুক্ত ফন এ একটি বীজ থাকে।

 

বীজ: প্রান্তীয় নচ যুক্ত লেন্স আকৃতির কালো, চকচকে ০.৭-২ সিমি ব্যাস।

 

চারা: বীজপত্র ১০-১৫ মিমি লম্বা ও ২-৩ মিমি চওড়া সাঙসল, উপবৃত্তাকার ক্ষুদ্রবৃন্দ যুক্ত, নীচের অংশ লালচে violet উপরের অংশ সবুজ বা সাদাটে, প্রথম পাতা ডিম্বাকার কিনরা সমগ্র এবং পরের পাতাগুলো একান্তর কচি পাতায় সাদাটে Waxy দানা Granules


Top of the page