Portulaca oleracea L. - PORTULACACEAE - Dicotyledon

Common name : Purslane, common purslane, pig weed
Common name in Bengali : Bara laniya, ghee kalam, nunia
Common name in Hindi : Bara lunia, ghee kalam, nunia

Prostrate habit - � Juliana PROSPERI - CiradFruit splitting horizontally - � Juliana PROSPERI - Cirad Open fruit with black seeds - � Juliana PROSPERI - CiradLeaves are fleshy in shape of spatula - � Juliana PROSPERI - Cirad Taproot - � Juliana PROSPERI - CiradThe leaves are practically without petiole - � Juliana PROSPERI - Cirad Botanical line drawing - � -

Bangla   English   Hindi   Urdu

Common Name: পারসলেন, কমন পারসলেন, পিগ উইউ

বাংলা: বড় লনিয়া, সি কলস, নুনিয়া

 

বর্ণনা: একবর্ষী বীরত্‍ রসালো কান্ড, সোজা শায়িত। প্রধানমূলতন্ত্র। প্রধান কান্ড শাখায়িত ভূমিতে শায়িত কখনো খাড়া। মসৃন, মাংসবত্‍ কিছুটা লালচে। পাতা বিপরীত ভাবে সজ্জিত। প্রকৃত পক্ষে অবৃন্তক। ল্যাসিনা মাংসল, চামচাকৃতি, কখনো, লালচে বাস্ক গাছ ফুল ছোট, অবৃন্তক, হলুদ, রংযুক্ত, শাখার ওপরে বিন্যস্ত, পাতার গেআড়া থেকে উত্‍পন্ন। ফল ছোট, বয়স্ক গাছে Lid এর মাধ্যমে ছোট এবং ঝরে পড়ে। বীজ ছোট ও কালো।

 

জীবন প্রকৃতি:   এববর্ষী ভেজামাটিতে বহু বত্‍সর বাচে। বীজ Capsule এর সরাসির মাটিতে পড়ে বংশবিস্তার ঘটে। পাখি, বাতাস ও পানির মাধ্যমে বিস্তৃতি ঘটে। কান্ডাংশের মাধ্যমেও বংশবিস্তার ঘটতে পারে এবং ভেজামাটিতে সহজেই মুল গজাতে সক্ষম হয়।

 

বস্তু ও বিস্তৃতি: রৌদ্রময় গরম অবস্থায় ভাল জন্মে। নাতিশীতোষ্ণ ও গ্রীস্ম অঞ্চল সহ ব্যাপক এলাকায় জন্মিলো ও উর্বর আর্দ্র মাটি বেশি পছন্দ করে। খাড়া প্রতিরোধী অনুর্বর, মাটিতেও জন্মিতে পারে। Tropics এ সারা বছরই ফুল দেয়।

ভারত ও উত্তর আফ্রিকা উত্‍পত্তি হলেও পশ্চিম ও দক্ষিণ এশিয়ায় সুপরিতি। কেউ কেউ বলে ইহা ইউরোপে উত্‍পত্তি হয়েছে আবার এর রসালো কান্ড পাতা থেকে মরুভূমির আগাছা হিসেবেও কেউ মত পোষণ করেন। বর্তমানে Tropical, Sultrgicla Temperate আগাছা হিসেবে ব্যপক পরিচিত।

চাষের জমিতে খুবই স্থায়ী এবং সহজে বিস্তার লাভ করে। ইন্ডিয়াতে ভুট্টা, গম ধান ও আলুক্ষেতের পরিচিত আগাছা। আখক্ষেতে চারা অবস্থায় রৌদ্রময় থাকে বলে কেবলমাত্র তখনই এই আগাছা সেখানে জন্মে।

ফল: বিদায়ী ক্যাপসিউল গোলাকার, ২টি বৃতি, ৪-৮ মিমি লম্বা ও অসংখ্য বীজ যুক্ত।

বীজ: গোলাকার, ০.৫ মিমি ব্যসযুক্ত, কালচে টেগমেন, সার্কুলার আইন দ্বারা মার্কড।

চারা: বীজপত্র প্রসারিত ওপবৃত্তাকার, ৪-৮ মিমি লম্বা ও ২ মিমি ব্যাস যুক্ত গোড়া গোলাকার। ল্যামিনা মোটা, রসালো, মসৃন, রোমহীন, দ্বিমুখী, ১ম পাতাগুলো বিপরীত, সরল, Subsessile । ল্যামিনা অবতলাকার, রসালো, গোড়া বৃত্তাকৃতিতে রূপান্তরিত। নীচের অংশ পার্পলাকার। পাতার armprit (ব্যাস) এ কিছুটা ঝাল যুক্ত।


Top of the page