সাধারণ নাম : Canary grap, birds seed gram
বর্ণনা : একবর্ষী, দ্বিবর্ষী, থোকা থোকা ঘাস যা
খাড়া কান্ডযুক্ত ও ১ মি. লম্বা হতে পারে। পাতা সরলরৈখিক সুচাগ্রযুক্ত ফলক
বিশিষ্ট
ও রোমশ। বৃন্তের শীর্ষের পুষ্পমঞ্জরী একটি ঘন আয়তাকার মঞ্জরী। ইহা গমের
একটি
প্রধান আগাছা
বংশবৃদ্ধি :বীজের মাধ্যমে বংশবিস্তার করে।
আবাসস্থল ও বিস্তৃতি :পলিমা পাললিক মাটিতে জন্মে
তবে লবনাক্ত মাটি সহ্য করতে পারে। পৃথিবীর গ্রীষ্মমন্ডলীর ও নাতিশীতোষ্ণ
অঞ্চলে
জন্মে। রাশিয়াতে, মধ্যপ্রাচ্য, পাকিস্তান, ভারতীয় উপমহাদেশ, ইন্দোনেশিয়া
ও
অস্ট্রেলিয়াতে পাওযা যায়।
ক্ষতিকর দিক :গম,মটর মসুর ও বার্লিতে ফসলে পাওয়া
যায়। তছাড়াও ব্যাপক শীতকালীন সবজি, তৈলবীজ ফসল এবং ফডার ফসলে জন্মে।
পাঞ্জাব ও
পাকিস্তানে শীতকালীন একবর্ষী আগাছার মধ্যে অন্যতম ক্ষতিকর। আগাছা নাশকের
ব্যাপক
ব্যবহারের জন্য পাঞ্জাবের কিছু স্থানে গমের ফসলে জন্মে।
আগাছা ব্যবস্থাপনা : রাসায়নিক দমন : আগাছানাশকের
প্রতি সহনশীল।
ভারতে ব্যবহৃত আগাছানাশক : গজানোর পরে ব্যবহৃত :
Isoprofuron @ 1.0 kg/ha, Fenoxaprop @ 100 g/ha,
Chlodinafor @ 80g/ha Sulfosulfur @ 25g/ha, Pandimethalin @ 1.5 kg/ha.
পাকিস্তান : (i) Stomp @ 350
E @ 3 L/ha (ii) Isoproturon 50 FW @ 2
L/ha (iii) Puma S 75 FW @ 1-2 l/ha (iv) Tolrik 15 wp @ 250 g/ha ঘাস
গজানোর
২৫-৩০ দিন পর ।
উদ্ভিদতত্ত্ব : স্বভাব : একবর্ষী, দ্বিবর্ষী থোকা
ঘাস, ২৫-৭০ সে. মি. হতে ১ মি. লম্বা।
মূল : সূতাকৃতি মূল।
কান্ড : খাড়া, জানুবত (gemiculate), ফাপা, গোড়ায়
ব্যাপক শাখান্বিত ভূমি।
পাতা : সরলরৈখিক সুক্ষনাগ্র, রোমশ লিগিউল, ট্রাঙকট
ঝালর, লিফসীথ রোমশ।
পুষ্পমঞ্জরী : ঘন, আয়তাকার মঞ্জুরী, ২-১০ সে.মি.
লম্বা এবং ১-২ সে. মি. চওড়া, স্পাইকলেট, এক ফুল বিশিষ্ট, অধোবৃন্তক।
ফল : ধূসর কালো ক্যারিওপসিস, প্রচুর বীজ উতপন্ন
করে ও ঝরে পড়ে।