বর্ণনা:
একবর্ষী বা দ্বিবর্ষী খাড়া হোগলা (Bedge) জাতীয় উদ্ভিদ। কান্ড সরু, ৪০-৬০
সে. মি.
লম্বা; আড়াআড়ি কতিত অংশ ৪ অথবা ৫ কোন বিশিষ্ট, পাতা ৪০ সে.মি. পর্যন্ত
লম্বা হতে
পারে কিন্তু গোড়ার পাতা কান্ডের অর্ধেক পর্যন্ত লম্বা হতে পারে।
পুষ্পমঞ্জরী
সাধারণত কমনীয় ও ক্ষয় প্রাপ্ত হয়ে যৌগিক আম্বেলে (Umbel) পরিণত হয়।
বৈশিষ্ট
: এটি ধানের
জন্য প্রবল প্রতিবন্দ্বী। কারন ইহা প্রচুর পরিমানে বীজ উতপাদন করে এবঙ যখন
কোন
ধান উতপাদন এলাকায় প্রবেশ করে তখন খুব দ্রুত বিস্তার লাভ করে।
১৯৬০
সালে জাপানে এর বায়োলজী নিয়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদিত হয়; আমরা এখানে
তার কিছু
গুরুত্বপূর্ণ অংশ উপস্থাপন করেছি। এই প্রজাতির একটি অনুপম (unique)
বৈশিষ্ট হল :
সমগ্র উতপাদন মৌসুমে এর চারা গজাতে পারে। এই বৈশীষ্টের জন্য আগাছা নাশক
ব্যবহার
সহজতর হয় । ব্যবহারের পরিমাণ বাড়ছে । একমাত্রায় আগাছা নাশক ব্যবহার করলে
শুধু
মাত্র ঐ সময়ে উপস্থিত আগাছা মারা যায় কিন্তু যে সমস্ত আগাছা পরে গজায় তারা
রক্ষা
পায় । এর ফলে প্রতিদ্বন্দীতা এবং বীজ উতপাদন দুটিই সম্ভব হয়। যেহেতু
অন্যান্য
প্রজাতি আগাছা নাশক দ্বারা অপসারিত হয়, তাই এটি ভালোভাবে
প্রতিদ্বন্দীতা করতে
পারে।
এই
গবেষণার আরো একটি ফলাফল হল, এটি
অন্যান্য
আগাছার তুলনায় শুষ্ক মাটিতে অনেক বেশী চারা উতপাদন করে।
ভেজা/স্যাতসেতে মাটির তুলনায় শুষ্ক মাটিতে দ্বিগুণ পরিমাণ চারা উতপাদন করে
এবং ইহা
অগ্রীম ও উতপাদন মৌসুমের ক্ষেত্রে প্রযোজ্য।
এটি গবাদী পশু
খায়। বীজ পরিপাকতন্ত্রের
মধ্য দিয়ে যায় এবং এগুলোর বেশির ভাগ হজম হয় না ফলে মলের সাথে বের হয়ে
এগুলোর
অংকুরোদগম ঘটে।
ভারতে
মূলতন্ত্রের বৃদ্ধির উপর পরিচালিত গবেষণায় দেখা গেছে যে, এটি এর মূল
ধানের মূল
অপেক্ষা দ্রুত বিস্তার লাভ করে। আগাছার মূলগুলি সবদিকে তেজস্বী
(Vigorously) ভাবে
বিস্তার হয়, ধানের মূলগুলির ভিতর দিয়ে এবং পরিশেষে ধানের মূলগুলির চারদিক
দিয়ে
বিস্তৃত হয় এবং পুষ্টির জন্য প্রবল প্রতিদ্বন্দীতার সৃষ্টি করে ।
বিস্তৃতি
:জন্মাঞ্চল ট্রপিক্যাল আমেরিকা হলেও এটি এশিয়া ও
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর ধান ফসলে
সমস্যা করে ।
ক্ষতি
: ভারতে ধানফসলের অন্যতম ক্ষতিকর আগাছা।
আগাছা
ব্যবস্থাপনা :
পরিচার্যিক:
ধানক্ষেতে
১৫ সে.মি. গভীর পানি রাখলে সম্পূর্ণভাবে মারা যায়।
জৈবিক:
জৈবিক দমন সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়।
ভারত :
ছত্রাক : Corticum sasaki
নেমাটোড
: Mcloidogyne graminicola জৈবিক এজেন্ট।
রাসায়নিক
দমন :
গজানো
পূর্ব প্রসেস : Pretilachlor @ 1.0 kg/ha
গজানো
পরে প্রসেস : 2, 4-D @ 500 g/ha
গজানো
পরে প্রসেস : Almix @ 4 g/ha
উদ্ভিদতত্ত্ব
:
স্বভাব
: গুচ্ছিত থোকা, খাড়া সেজ।
মূল :
গুচ্ছমূল
কান্ড
: কান্ড সরু ০-৬০ সে. মি. লম্বা, আড়াআড়ি প্রকোষ্ঠ ও চ্যাপ্টা।
পাতা :
সরলরৈখিক, সূতাকৃতি, স্থুলাগ্র, কান্ডের গোড়ার পাতা প্রায় অর্ধেক।
পুষ্পমঞ্জুরীর
চেয়ে পত্র মঞ্জুরী ছোট।
পুষ্পমঞ্জুরী
:যৌগিক আম্বেল এবং কোমল - বিস্তৃতি, ৬-১০ সে. মি. লম্বা, গোলাকার,
প্রত্যেক
আম্বেল ২.৫-৪ মি. লি. লম্বা, ১.৫-২ মি. লি. চওড়া, গোলাকার, সুক্ষাগ্র,
লালচে
বাদামী, নীচের স্কেল আগে ঝরে। গর্ভমুনড ও শখাযুক্ত, হলুদ রেনু, গ্লুম
আয়তাকার,
বাকানী স্পাইরালভাবে সজ্জিত, ঝিল্লীযুক্ত, ভোতা, সবুজ মধ্য শিরা বিশিষ্ট
চওড়া
বরীদল।
ফল :
সাদা একিন, হলুদাভ, গ্লুমের অর্ধেকের কম, তিন কোনাবিশিষ্ট বাইকনেভক্স,
উপরে চওড়া, খুব সুন্দর গড়ন, কখনো
সুগারকোটেড।