সাধারণ
নাম, ওয়াল্ড জুট, তোষা জুট
বাংলা
নাম : তোষা পাট
বর্ণনা : খাড়া,
একবর্ষী ১.৫ ইম পর্যন্ত লম্বা সরল একান্ডর পাতা, উপপত্র ও বৃন্ডযুক্ত্
প্রত্যঙ্গ
() দন্তযুক্ত ম দুটি সুতাকৃতি লম্বা। একক ফুল বড় এবং পত্র বিন্যাসের
বিপরীত হলুদ
এবং অসংখ্য পুংকেশর যুক্ত। ফল সাকু আকৃতির ক্যাপসিউল, ৫টি ভালযুক্ত ও
অসংখ্য
বীজযুক্ত।
সারাবিশ্বের কৃষিএত C
olitoricus শুধু আগাছা হিসেবেই নয় বরং বাস্ট তন্তুর ... দিক দিয়ে তুরার
পরই
অবস্থান। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চেল সবচেয়ে বেশী হয়। হাটের
বৈজ্ঞানিক
সমস্যার জন্য গাঝ ও বীজ হতে প্রাপ্ত কার্যকরী গ্লাইএকাসাইড ব্যবহৃত হয়।
বংবিস্তার: একবর্ষী,
বীএজর মাম্যমে বংবিস্তার।
আবাসস্থল ও বিস্তৃতিঃ
ট্রিপক্যাল এলাকায় বিস্তৃতি। আর্দ্রতাযক্ত সব ধরনের মাটিতে ভাল হয়। ভাল
গঠন ও
উর্বর মাটিতে সবচেয়ে ভাল হয় যাতে কর্দম ও পলির পরিমান পর্যাপ্ত থাকতে হবে।
এর
বিপরীত অবস্থা অনুর্বর বালি ও ক্ষয়িত ভূমিতে। এটি মাত্র ৩০ সেমি লম্বা
দ্রুত
পরিপাক ও অধিক শাখান্বিত হতে পারে। বিভিন্ন সামাজিক গোষ্ঠীতে শাক (খাদ্য)
ইহসেবে
ব্যবহ্যত হয় যা সাধারণত গ্রামের আশেপাশে লাগানেআ হয় এবং নিড়ানোর সময়
সংগ্রহ করা
হয়।
ক্ষতি: ভারতে উচু জমির
ধান, ভূট্টা, সয়াবিন, সরগাম ও মটর দেখা যায়। বাংলাদেশ ও ভারতের আখ ক্ষেতেও
দেখা
যায়।
আগাছা ব্যবস্থাপনা:
রাসায়িনক দমন:- গজানোর পরে
2,4-D@500g/he
উদ্ভিদতত্ব: স্বভাব:
খাড়া, কখনো শাখান্বিত গোড়ায়। ১.৫ মি লম্বা হতে পারে। তন্তুর জন্য
জন্মালে ৪ মি
পর্যন্ত লম্বা হয়।
মূল: প্রধান মূল
যুক্ত।
কান্ড: পূর্ণ টিএরট
(terete) দৃঢ়, রোমহীন, সবুজ প্রায় লালচে বাদামী রং থাকেত পারে, গোড়ায়
কিছুটা
কাষ্ঠল।
পাতা: সরল, একান্তর,
হালকা সবুজ, হালকা সবুজ, বল্লমাকার ফলক, ৬-১০ সেইম লম্বা এবং ২-৪ সেইম
চওড়া,
প্রান্ত খাজকাটা, শীর্ষ সুক্ষ, দীর্ঘ, গোড়া, চিকন অবিকল থাকে। জালিকাকার
শিরাবিন্যাস এবং ৩টি পাদ শিরা যার মধো সুষ্পষ্ট মধ্য শিরা, উভয় পাশ্বে
রোশন।
বোটা পৃষ্ঠীয় ভাগে হালকা সবুজ রঙের হয়, কখনো লালচে বাদামীতে হয়। অংকীয়
ভাবে
রোমশ এবং হালকা সবুজ, ২০-৫৫মিলি লম্বা, উপপত্র সরলরৈখিক বল্লমাকার শীর্ষ
তুরপুনব্য গোড়াবিদ্ধ রোমযুক্ত, গায লাল, ৪-৭ মিলি স্থায়ী।
পুষ্পমঞ্জুরী: একক
অথবা ২টি ফুল বিশিষ্ট সাইন (cegme), বিপরীত ভাবে সম্মত (পাতার) ছোট
বোটাযুক্ত,
৫টি যুক্ত বৃত্তাংশ, ৫টি পাপড়ি যুক্ত, হলুদ পুংকেশর ১০টি বা বেশী, মুক্ত
খাট
ফিআমেন্ট, ছোট পুংরেঞ্জ, খিলাজযুক্ত খাট গর্ভদন্ড।
ফল: বিদারী
ক্যাপসিউল, মাকু আকৃতি, আড়াআরিভাবে পাচ কোনাযুক্ত, ৫টি ভালভ ও ১০টি
খাজযুক্ত। ২-৮
সেমি লম্বা, প্রতেক ক্যাপসিউলে প্রচুর বীজ থাকে।
বীজ: প্রতি কোষ্ঠে
২৫-৪০ টি. প্রতি ১৪০-২০০ টি, পিরামিভাকৃতির, ধুসর, সবুজ, বাদামী কালো
রঙের।
চারা:
বীজপএ ডিম্বাকার, ১টি ৫মি মি বোটাযুক্ত। ৫
মিমি লম্বা ও মিমি চওড়া ল্যানিনাযুক্ত।
লিম্বের সামিট ও গোড়া সম্পূর্ণ। প্রথম পাতা সরল ও একান্তর ও উপপত্র সবুজ।
ল্যাইমনা উপবৃত্তাকার, বল্লমাকার এবং ৫-৭ মোড়া গৌন নার্ভ যুক্ত। প্রান্ত
দন্তক এবং
১ম জোড়া দন্তক পশ্চাত্ ভাবে পিছনে
বাকানো এবং ফিতার মত লম্বা। কান্ড ও পাতা রোমহীন।