Brachiaria reptans (L.) C.A. Gardner & C.E. Hubb. - POACEAE - Monocotyledon

Synonymes : Brachiaria prostrata (Lam.) Griseb., Echinochloa reptans (L.) Roberty, Panicum brachythyrsum Peter, Panicum procumbens Lam. ex Nees, Panicum prostratum Lam., Panicum prostratum var. pilosum Eggers, Panicum reptans L., Panicum umbrosum Retz., Urochloa reptans (L.) Stapf

Common name : Running grass, para grass
Common name in Hindi : Para ghas

Habit - © Juliana PROSPERI - CiradBlade and leaf-sheath - © Juliana PROSPERI - CiradHairs at the base of the blade - © Juliana PROSPERI - CiradInflorescence with 4 to 13 racemes - © Juliana PROSPERI - Cirad Botanical line drawing - © -

Bangla   English   Hindi   Urdu

বর্ণনাগ্রীস্মমন্ডলীয় এক বর্ষজীবি বা বহুজীবি বীরুত্‍ । কান্ড সাধারনতঃ বহু শাখান্বিত, দুর্বল, উর্ধবাগ্র বা ক্রিম্পিং এবং প্রতিটি পর্ব থেকে শীকর বারে । পুষ্পাধারী কান্ড খারা এবং ১০ থেকে ৫০ সেমি পর্যন্ত লম্বা হয়ে থাকে ।

জীবনী প্রকৃতি এই গাছটির বংশ বিস্তার এবং বিস্তৃতি পশুপাখীর মাধ্যমে হয়ে থাকে ।

আবাসস্থল ও বিস্তৃতি উত্‍পত্তিস্থল আফ্রিকা হতে এই আগাছাটি পৃথিবীর গ্রীস্মমন্ডলীয় অঞলের সর্বত্র যেমন মধ্যপ্রাচ্য, ভারত, দক্ষিন পূর্ব এশিয়া উপমহাদেশ, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দীপে বিস্তৃত হয়েছে । এটি আদ্র অপেক্ষায় শুষ্ক মাটি বেশি পছন্দ করে । গাছটি ১২০০ মি পর্যন্ত উচ্চতায় এবং রাস্তার পাশে এবং উচু ধান ক্ষেতে জন্মাতে দেখা যায়।

ক্ষতিকারক বৈশিষ্ট  কৃষি গুরুত্বে এই আগাছাটির প্রভাব খুব সামান্য । এটি একটি ভাল গোখাদ্য ।

আগাছা দমনঃ

রাসায়নিকঃ অংকুরোদগম-পূর্ব আগাছানাশক প্রয়োগের মাধ্যমে এই আগাছা দমন করা যায় । সরগাম ক্ষেতে এন্ট্রাজীন ঔষধটি হেক্টরপ্রতি ২.২ কেজি করে, বাদাম  ক্ষেতে লাইলুরন হেক্টরপ্রতি ২.২ কেজি করে, নাট্রোফেন হেক্টরপ্রতি ৩.৫ কেজি করে, এলাক্লোর হেক্টরপ্রতি ২.৪ কেজি করে, বুটাক্লোর হেক্টরপ্রতি ১.৫ কেজি করে, এনিলোফস হেক্টরপ্রতি ৪০০ গ্রাম করে, প্রিটিলাক্লোর হেক্টরপ্রতি ১ কেজি করে, প্রয়োগ করতে হয় ।

উদ্ভিদ সংক্রান্ত তথ্য -  

আকৃতি:  ইহা উর্ধবাগ্র বা ক্রিপিং জাতীয় দুর্বল কান্ড । সাধারনত বহু শাখান্বিত এবং প্রতিটি শীকড় যুক্ত ।

মুল : ঘাসের গোড়ায় এবং প্রতিটি পর্বে অস্থানিক মুল দেখা যায় ।

কান্ড: পুষ্পধারী কান্ড খারা, সরু, ফাপা এবং মসৃন যা প্রায়  ১০ থেকে ৫০ সেমি লম্বা হয়ে থাকে ।

পাতা: পত্রফলক ডিম্বাকৃতি থেকে বল্লমাকৃতির, এর পাদদেশ হদপিন্ডাকৃতির শীর্ষ সূক্ষগ্র , প্রান্ত করাতযুক্ত বা প্রায়ই ঢেউ খেলানো, পৃষ্ঠাকেশ মসৃন বা হালকা রোমযুক্ত , ২ থেকে ৭ সেমি লম্বা এবং ০.৫ থেকে ২ সেমি চওরা কান্ডবেষ্টক পত্রমুল নলাকার, পর্বের গোড়ায় সুখ্ন রোম যুক্ত ১.৫ খেকে ২ সেমি লম্বা লিগিয়ুম ও রোমযুক্ত ।

ফুলঃ যৌগিক যা ৩ থেকে ১৫ টি পার্শ্বশাখা ২-৩ সেমি লম্বা এবং একটি কেন্দ্রিয় শাখা নিয়ে গঠিত । রেসিমের মন্জুরী দন্ডটি লম্বা ও সাদা রোম যুক্ত, সরু এবং অসংখ্য স্পাইকযুক্ত ।   মন্জুরী দন্ডে স্পাইকগুলো জোরায় জোরায় একান্তরভাবে সাজানো / লাগানো খাকে ।  স্পাইকগুলো ২ মিমি লম্বা, উপবৃত্তাকার খেকে আয়তাকৃতির, চ্যাপটা, পুষ্পবৃন্ত থেকে ঝোলানো থাকে এবং ফ্যাকাশে হলুদ বর্নের ।

ফল- ক্যারিওপসিস, আয়তাকার, চ্যাপটা এবং শক্ত ল্যামা দ্বারা আবৃত খাকে ।

Top of the page